WBSSC SLST Admit Card 2025

WBSSC SLST Admit Card 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) SLST 2025 এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ধাপসমূহ।


পদক্ষেপসমূহ:
1. সরকারি ওয়েবসাইটে যান:
   - প্রথমে westbengalssc.com (WBSSC-এর অফিসিয়াল ওয়েবসাইট) ব্রাউজারে খুলুন।

2. লগইন করুন:
   - আপনার Candidate ID, মোবাইল নম্বর ও Password দিয়ে। এরপর একদম ক্রলডাউন করে নিচের দিকে যান।

4. অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন:
   - ড্যাশবোর্ডে ‘Admit Card’ অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন।
   - যখন অ্যাডমিট কার্ড স্ক্রিনে আসবে, তখন সেটিকে ডাউনলোড করুন এবং একটি প্রিন্ট কপি রাখুন।

সংক্ষিপ্ত পদ্ধতি (Short Process):
- Click here অপশন এ ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট খুলুন।
- Candidate ID, মোবাইল নম্বর ও Password দিয়ে লগইন করুন।, ক্রলডাউন করে নিচের দিকে নামুন।
- Admit Card ডাউনলোড ও প্রিন্ট করুন।

বি.দ্র.:অভ্যন্তরীণ কোনো সমস্যা হলে অথবা তথ্য ভুল থাকলে অবিলম্বে কমিশনের সঙ্গে যোগাযোগ করুন।  
অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ