Nabanna Scholarship

Nabanna Scholarship : নবান্ন স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের আর্থিক সোহাতার জন্য, রাজ্যে সরকারের এই উদ্দ্যোগ। যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৫০% নম্বর পেয়ে পাস করেছো, তাদের জন্য রাজ্য সরকারের নবান্ন স্কলারশিপ আবশ্যক।এই স্কলারশিপ আবেদন করলে, তোমরা পেতে পারো ১০০০০ টাকা।

নবান্ন স্কলারশিপ online আবেদন করার জন্য কিছু প্রয়েজনিও ডকুমেন্ট:

1 ) নবান্ন স্কলারশিপ এর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচিত স্থানীয় জনপ্রিতিনিধির  সাংসদ / বিধায়ক সুপারিশপত্র৷(Recommendation Letter from local MLA / MP.)

2) যথাযোগ্য কর্তৃপক্ষের(পূর্ণমন্ত্রী/প্রতিমন্ত্রী/জেলাশাসক/মহকুমাশাসক/বিডিও/যুগ্ম বিডিও/মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার/মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে ডেপুটি কমিশনার অথবা কোনো উর্ধতন অফিসার) নিকট থেকে বার্ষিক/মাসিক পারিবারিক আয়ের শংসাপত্র।(Family Income Certificate from SDO/BDO/ DM/ Joint BDO/ Executive Officer)

3) Self-Declaration Letter by the student ( যেটাতে তোমার ঠিকানা সহ, লেখা থাকবে , তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠানে , কি বিষয়ে পড়াশোনা করে। তুমি নবান্ন স্কলারশিপ টাই পেতেচও । সব লেখার পর তোমার সই, এবং তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেই খানকার স্ট্যাম্প, সিল, সই এই লেটার এ লেখা থাকবে )

4) মাধ্যমিক বা সমতুল পরীক্ষার এডমিট কার্ড

5) Mark Sheet of Last qualifying examination মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক

6) বর্তমান শিক্ষাবর্ষের/সেমিস্টারের ভর্তির রসিদ (current academic year / semester .)

7) ছাত্র-ছাত্রীর পারিবারিক আর্থিক দূরবস্থা ও বর্তমানে কি পড়ছে জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজ হাতে লেখা আবেদন পত্র।(সম্পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর থাকা আবশ্যিক এবং ই-মেইল আইডি থাকলে উল্লেখ করতে হবে/ Prayer addressed to the Hon’ble Chief Minister)

8) ছাত্র-ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বই

9) ডাক্তারী/ইঞ্জিয়ানিয়ারিং/আইন/নার্সিং/ফার্মেসি/ডিপ্লোমা ইঞ্জিয়ানিয়ারিং প্রভৃতি পেশাদারী শিক্ষার (professional course ) ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক কার্ড(Rank Card )যদি থাকে।

10) উপরোক্ত পেশাদারী শিক্ষার(professional course) ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার এলোটমেন্ট লেটার (Allotment Letter)যদি থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ